জন্মদিনে-
রক্তে ভিজে গেলো রুক্ষ মন
সাদা পাতা আনন্দে পাথর হয়ে উঠল ।
আমি কি সংসার ছেড়ে বেরিয়ে পড়বো ?
চলে যাবো নীল পাহাড়ের দেশে -
বোবাদের পাহাড়ে -
যেখানে সারাদিন আরো ভাষাহীন
     ঝরণা গান গেয়ে ঝরে ।


আমি কি বয়ে যেতে দেবো -
      আমার জীবন এই এক অদ্ভুতুড়ে ভাষায় ?


আমি একা নিশ্চুপ -
      ঘরে চোখের জল ধুয়ে নেবো ;
      রক্তে ভেজা হৃৎপিণ্ড ।


আমপাতা ,মঙ্গল কলস ,প্রদীপশিখা নেই ,
আছে বেলপাতা ,পাঠকাঠি আর লেলিহান শিখা !

জন্মদিনে-
      কালো কাপড়ে চোখ ঢাকলাম- আমি,
      আমার আমি ।