আমার তো কিছু করার নেই- অলস বাতাসে সব স্বপ্ন ফেলে
দিয়ে চুপ করে বসে আছি-কী দারুণ অনাদরে-
প্রতীক্ষার পথে ফিরে আসে নদী -
পায়ে পায়ে রাত্রি নামে সভ্যতার তীরে ।
আজ প্রথম ভরে তুই এসেছিলি -
আলোহীন তর দৃষ্টিতে ছিল পরম বিষাদের ছায়া -
দিন পেরিয়ে সন্ধ্যা নামে রোজ ,
মন্দিরে ঘণ্টাধ্বনি নিয়ে রাত আসে -
ছলছল অন্ধকারে দুবে যাই-
প্রত্যহের নির্জনতায় হাতড়ে চলি অন্ধকার -
যদি জলের স্পর্শে শিহরিত হয় ফেলে আসা মুহূর্তরা !


এখনো অভিমান নিয়ে বসে আছি স্থির সমুদ্রের কাছে ,
দূর আকাশের কাছে চুপ করে শুয়ে থাকে অভিমানী মেঘ -


পাগলের মত অস্থির লাগে -
ভিড় করে ঘিরে ধরে মৃতপ্রায় সব জিজ্ঞাসা -
এই নিঃসঙ্গ অন্তরঙ্গতা ফ্লে যেতে ছাই নির্জনতার সাথে
   প্রতিদিন হেরে যেতে যেতে
   প্রতিদিন ফিরে আসার পথ চেয়ে চেয়ে -অনন্ত স্বপ্ন নামে ;
বালিয়াড়ি ছেনে ,মুদ্রা গড়ে তুলি জীবনের ,
পাখির ডানায় ফিরে আসে আহ্বান ;
থরথর করে কেঁপে ওঠে শান্ত প্রসন্নতা -
    একা উন্মাদ চেয়ে থাকে -
    হারিয়ে যাই নৈঃশব্দের গল্প ;
    এই জিজ্ঞাসার মৃত্যু নেই -
    মৃত্যু নেই এই বিনিদ্র রজনীর ।