ভুল মানুষের সাথে জানাশোনা হোক
হৃদয়ের কথা হোক ,
ভালোবাসা দেওয়া নেওয়া হোক !
যতটা জীবন বাকি ,এভাবে পার হোক ,
জীবনের বিনিময় হোক ভুলের সাথে ।
যার সাথে দেখা হলে জীবন ,জীবন হোতো ,
সে নয়- বার বার সামনে দাঁড়িয়েছে অন্য কেউ !
স্পর্শ করেছে হাত অন্য কেউ ,
মেঘলা করেছে দিন অন্য কেউ ।
জীবন এখন যেন তেন ভাবে বেঁচে থাকা -
আগাছার মতো স্বপ্ন উপড়ে ফেলে বিষবৃক্ষ রাখা !


ভুলের সাথেই এখন যা হওয়ার হয় -
  ভুলকে ভুল নয় ভেবে উচ্ছ্বসিত হওয়ার ,
   ভুলকে হঠাৎ আবিষ্কার করে ভেঙে টুকরো হওয়ার ,
ভুলকে ভুল করে ভালবেসে ভুক্তভোগী হওয়ার আশঙ্কা থকে মুক্ত হই


জেনে বুঝেই ভুলের সঙ্গে ঘর করি -
এক ভুল চলে গেলে আরেক ভুলের সাথে পাহাড় ঘুরে আসি...