বিহানবেলায় চোখ নামলে জলে ,
সন্ধ্যে জুড়ে ,বাকিটা রাত জুড়ে ,
ঝরে শুধু ,ঝরতে থাকে- ঝরেই চলে ,আর থামে না ।
এ'দুচোখে মায়ার ক্ষত ,ক্ষতের নীচে
হয়ত কোন আস্ত ঝিলের শরীর জোড়া শিউরে ওঠা -
      ছড়িয়ে যায় ,
জীবন জুড়ে ,মৃত্যু জুড়ে -যা ছিলো না ,
      থাকবেও না -তুমুল হারায় -
সুর যেভাবে ছুটি হয়ে ফুরোচ্ছে রোজ
    বিষণ্ণতায় ,উড়ছে একা,
সকাল ,বিকেল রাত ছড়িয়ে -
     জানতাম ,অথচ বিশ্বাস করিনি ,
মৃত্যুর সামনে আজও দ্বিধাহীন ভেসে যাই -
হয়তো তোরই সাথে ,
অপত্য খেলা আরও কিছু স্থায়ী হলে কেমন হোতো বল তো ?