শুধু বার বার করি ভুল
তবু প্রতিবারই ভুলে যাই,
কত শত ভেবে হেঁটে শেষে
ফের শুরুতেই নিজেকে পাই।
যতো স্বপ্ন রাঙানো জাল বুনে
কাটে অবিরাম সময়ের ঢেউ,
ফিরে চেতনায় মন ভরে যাতনায়
বুঝি পাশে নেই আজও কেউ।
শেষে হিসেবের খাতা খুঁজে বসি
যদি কোন পাওনাটা যায় মিলে,
দেখি লাভে মূলে যতো জমা
সবই পেয়েছি বোঁকামির ফলে।
আর বুঝে কি বা আর হবে?
সেই নতুন ভুলের কোন ধোঁকা,
নিঃস্ব জীবন বিলিয়ে শিখে
আজ ব্যর্থ আমি বড় বোকা।