অকারনে বেশি পেয়ে
ছিলো মনে আকুতি,
অবশেষে কবে হবো বড়?
কবে যে আমায় নিয়ে
হবে শত আলোচনা,
সবে রবে ভয়ে জড়সড়।
ইচ্ছে স্বাধীন মতো
যা খুশি তাই করা,
থাকবেনা কারো চোখ রাঙানি।
কোন ছোট্ট তুচ্ছ ভুলে
কাঁপবেনা ভয়ে বুক,
লাগবেনা কারও নাম ভাঙানি।
সেভ করে ফেনা মেখে
বাবার মতো ঘুরে,
কিনে দেবো যে যা চায়,
সব নিয়মের জাল ছিঁড়ে
ছুটবো পাখির মতো,
আমাকে কে আটকায়!
চলা সময়ের স্রোত বেয়ে
পিছু ফেলে শৈশব
বড় হয়ে আজও কাছে ডাকি।
প্রতিক্ষণে জ্বলে পুড়ে
খুঁজে সেই ক্ষণ  বুঝি,
মরীচিকাময় সবই ফাঁকি।