এই ঘোর বর্ষায় ঘরে থাকা ছিল দায়
নদী খাল বিল যবে জলে ভরে যায়।
সারাদিন করে কাটে কত শত ছল
শুধু ডাকে ছুঁয়ে যেতে শ্রাবণের ঢল।
খেলার সাথীরা সব এক হয়ে জলে
কেটে যেত সারাদিন 'মাছ ধরা' খেলে।
গামছা চালুনি নিয়ে অবিরত ছোটি
ডুবে খেয়ে জল কভু পাই তিত-পুঁটি।
বিকেল বেলা হবে ফের চড়ুঁইভাতি
ঘরে ফিরি করে সব মাতামাতি।
বাড়ি আসি কাদা মেখে চোখ করে লাল
মা'র বকা ফ্রি সাথে চড়ে লাল গাল।
মেলা বসে কত কি যে রান্না চলে
পুতুলের বিয়ে বুঝি কান্না হলে।
বাকি হলে দোকানে বসে হালখাতা
বৃষ্টিতে ছাতা হবে কঁচুর পাতা।
বর্ষার জলে কত সুখ স্মৃতি মিশে
ফিরে চাই দিনগুলি পাব যে কিসে?
দিন কতো যায় চলে তবু থাকি ভরসায়
সুখগুলো ফিরে পাব কোন এক বরষায়।