আমি ভীতু দূর্বল ক্ষীণ হীন বাহুবল,
অন্যায়ে চির নীরব নীথর
অক্ষম অকেজো নিশ্চল।
এই দৃষ্টিতে ঝরা বৃষ্টিতে,
অনাচার কতো হাহাকার
ক্ষয়ে সয়ে রয় তবু সৃষ্টিতে।
আমি বুদ্ধিতে সেরা জীব মাঝে,
দেখে ভুল শত থাকি মাথানত
ভয়ে সয়ে নেই কোন কাজে।
মহা শিক্ষিত পুস্তকে পন্ডিত,
যতো খুজি ততো বুঝি
ধ্যানে শোনা ভাঙ্গনের সঙ্গীত।
কাপুরুষ হয়ে মানি সন্ধি
যতো অনিয়ম অনাচার
জেনে মেনে আমি প্রতিবন্ধী।
কবে যে অসাড় দেহ মন
মানুষের তরে দেবে অকাতরে
উন্নত শিরে এ জীবন।