ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেও কোনদিন ইংরেজিতে কবিতা লিখিনি।বাংলা সাহিত্য নিয়ে যৎকিঞ্চিত ব্যক্তিগত পাঠাভ্যাস আছে এছাড়া মনের গহীনে ছন্দের আনাগোনা একটু বেশী ছিল বলেই কি না পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায়ই কবিতা লেখার হাতেখড়ি।
স্কুলের বিভিন্ন অনুষ্ঠান,ম্যাগাজিন,দেয়ালিকা ছিল আমার কবিত্ব প্রকাশের মাধ্যম।কতো প্রেমিক প্রেমিকাকে কবিতা লিখে দিয়ে তাদের আবেগ প্রকাশে সাহায্য করছি।কিন্তু পেশাদার কবি হতে চাইনি কখনো তাই কবিতা সংরক্ষণ করিনি কখনো।ফলে অজস্র কবিতার অপমৃত্যু ঘটেছে।
তবে মনের গভীরে আকাংক্ষা ছিল যেন সবার মাঝে আমার লেখা পৌছে।যা বাংলা কবিতার মাধ্যমে অনেকটা পূরণ হলো।তবে জানা হয়নি আমার লেখা আদৌ কবিতা হয় কি না?তাই সবার প্রতি আমার প্রত্যাশা সবাই যেন কবিতা পাঠপূর্বক সু পরামর্শ প্রদান করেন।অন্যথায় কবি পরিচয়ে কবিতার আসরের বোঝা বাড়াতে চাইনা।