জানালাটা এখনও আগের মতো খোলা
নেই কোন চাহনি উৎসুক,
পথে যেতে ক্ষনিকের ঝাপসা দৃষ্টিতে
হৃদয়ে বয়ে যেতো কতো সুখ।
প্রাণটা চকিতে জানালার ফাক গলে
ছুঁয়ে যেতো সুখ ঝড় পলকেই,
তৃপ্ত তৃষিত প্রাণ স্পর্শের ছায়া হয়ে
জড়ায় আবেশে যেন ঝলকেই।
তোমার গন্ধ মাখা পবনের হাহাকার
স্মৃতির শ্রাবণ হয়ে ঝরে,
প্রতিটি কণাজুড়ে খুজে ফিরি চেনা মুখ
তোমাকেই শুধু মনে পড়ে।