হঠাৎ কি শিহরনে
নির্জনে আনমনে
বসে শুধু ভাবি কে আমি?
সময়ের বুক চিরে
জমানো স্মৃতির ভিড়ে
কোন মধুক্ষণ বেশী দামী?
মানব মুখোশ পূজে
প্রিয় চেনা মুখ খুঁজে
অবিরাম জপি আমি কার?
নেই সাড়া দৃষ্টিতে
ভিজি ব্যথা বৃষ্টিতে,
ভুলের স্রোতেই পারাপার।
ভুল করি ভুল বুঝে
অপরে নিজেকে খুজে
আবেগের তোড়ে যাই ভেসে,
আমার আমিই একা
বাকি সব মরীচিকা,
বোধের উদয় বেলা শেষে।