শৈশবের শুক্রবার বিকেলে
বিজয়ের মাসে বিরক্ত লাগতো
বিটিভিতে প্রচারিত হওয়া
মুক্তিযুদ্ধের সিনেমা।


তখন বুঝিনি বিজয় কি জিনিস
স্বাধীনতা কাকে বলে
মুক্তির যুদ্ধে বুকের মানিক
হারিয়েছেন কত মা।


আরেক ফাল্গুন, হাঙর নদী গ্রেনেড,
ওরা এগারো জন, শ্যামল ছায়া
কিংবা জোছনা ও জননীর গল্প।


সিনেমাতেই যুদ্ধ দেখেছি,
অনুভব করেছি সে অনুভুতি
জেনেছি বিস্তর কিংবা অল্প।


অর্ধশতাব্দী পেরিয়েছে
তবু কেন এই মাটির বুকে
এত দ্বিধা আর সংশয়?


স্বাধীনতা, মুক্তিযুদ্ধ মহান-
নয় তুচ্ছ মুক্তিযোদ্ধা; গৌরবময়
ডিসেম্বর ও বাঙালির বিজয়।