বন্ধুর সাথে-
করতে হবে,
বন্ধুসুলভ আচরণ।

হাসি ঠাট্টা -
করতে গিয়ে,
উদার করতে হবে মন।

বন্ধু যদি -
অভিভাবকদের,
মতো আচরণ করে।

তাহলে তাকে-
রাখা যাবে না,
সেরা বন্ধুর কাতারে।

অথবা যদি-
বন্ধু কখনো,
দেখায় নেতার হেডম।

তাহলে সে-
বন্ধু নয়। তার,
সাথে সখ্যতা কম।

বন্ধু থাকবে-
সুখে দুঃখে,
সম্পর্ক হবে বেশ।

একটা কথা-
বলি মন দিয়ে,
শুনে রাখো পরিশেষ।

যারা-
কোনদিন ও জানে না,
যে ছলচাতুরী কি?

বলো-
তাদেরকে কি তুমি আমি,
কখনো বন্ধু বলেছি?