আমরা ই মুক্ত ডানার কিশোর-কিশোরী,
ইচ্ছে মতো ঘুরে বেড়াই মনের সুখে উড়ি।


সারাটি দিন করে বেড়াই আনন্দ খুনসুটি,
আনন্দ আর হাসির মাঝে দুঃখ পায় ছুটি।


করে রাখি বন্ধু রে মোর ভালোবাসায় সিক্ত,
ভালোবাসায় হৃদয় ভা কারোরই নয় রিক্ত।


লেগেই থাকে মান অভিমান ঠোঁটের কোণে হাসি,
যেনো দিনের শেষে দূর আকাশে উঠা রঙিন শশী।

বন্ধু মোরা সবার সেরা মোরাই মানিক জোড়,
দিনের শেষে আমরাই তো দূরন্ত কিশোর।


স্বপ্ন আশার কমতি তো নেই ভালোবাসার জুড়ি,
মনের সুখে মন আকাশে উড়াই ইচ্ছে ঘুড়ি।