'শহীদ বুদ্ধীজীবি দিবস'
-মাহমুদুল হাসান!
মনে আছে জাতি একাত্তরের
সেই ১৪ই ডিসেম্বর?
কত মায়ের বুক খালি হয়েছিল
সে রাতে কত জনের ঘর?
জাতিকে মেধাশূণ্য চক্রান্ত করেছিল
বর্বর পাকিস্তানি হানাদার!
প্রাণ দিয়েছিল সেলিনা পারভীন
মুনির চৌধুরী,শহীদুল্লাহ্ কায়সার!
রাজাকার আলবদর করেছিলো
পাকিস্তানিদের সহায়তা!
বাড়ি ফেরেননি আলীম চৌধুরী
জোতির্ম্যয় গুহঠাকুরতা!
গুণীদের হারিয়ে পুষ্পকানন সেদিন
হয়েগেছিলো শশ্মান গোরস্থান!
হারিয়েছে জাতি সিরাজুদ্দীন আর
তাদের প্রিয় জহির রায়হান!
হারিয়েছে জাতি প্রকৌশলী ডাক্তার
শিক্ষাবিদ আর দার্শনিক!
দেশ জুড়ে উঠেছিলো গগনবিদারী চিৎকার
আর শোক ছড়িয়েছে দিগ্বিদিক!
রায়ের বাজার বধ্যভুমি আর
লাশে ভরা মিরপুর!
জাতি হয়েছিলো অভিভাবকশূণ্য
সে স্মৃতি বেদনা বিদুর!
হেসেছিলো সেদিন রাজাকার আলবদর
আর পাকিস্তানি হানাদার!
বাংলা মায়ের বুক হয়েছিলো শূন্য
সারাদেশ জুড়ে হাহাকার!
রক্ত দিয়েও কভু হবে নাকো শোধ
এই শহীদদের ঋণ!
আজই তো সেই ১৪ই ডিসেম্বর
শহীদ স্মৃতির দিন!
তাদের কে কভু ভুলে যাবার নয়
মনে পড়ে নিরবধি!
পুষ্পমাল্য আর শ্রদ্ধাঞ্জলিতে জাতি
ভরায় স্মৃতিসৌধের বেদি!
বিনম্র শ্রদ্ধা শহীদদের প্রতি আর
রইলো অনেক শোক!
জাতির কৃতিসন্তানআর শহীদ বুদ্ধিজীবী দিবস
স্মৃতিতে অমর হোক!
উৎসর্গঃ একাত্তরের ১৪ই ডিসেম্বর কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আসামসদের হাতে নির্মমভাবে প্রাণ হারানো সকল ব্যক্তিদের!শিক্ষক,ডাক্তার,প্রকৌশলী,শিক্ষাবিদ,দার্শনিকসহ যারা দেশের জন্য প্রাণ হারিয়ে!আর ফেরেননি ঘরে!🖤