কুমারী আলোর নিঃশব্দ  প্রকাশে ,
সূর্য সাক্ষী  রেখে --
নৃত্যরতা ধরণী , যত লক্ষ অযুত দিন গোনে ,
রাজ সাক্ষী হয়ে আছি তার
আমি এক নির্জর কীট l


ইতিহাস কিংবা প্রাগৈতিহাস
যার কথা বলে ,
বল্ক পত্রে লেখা যত আদিম কাহিনী --
নির্বাক শ্রোতা হয়ে আছি তার
আমি এক নির্জর কীট l


বিকীর্ণ হয় উত্তাপ
লেলিহান শিখার শব্দে l
ধরাগর্ভ ঘনীভূত  হলে , তার উর্বর অভ্যন্তরে
আমি প্রাণের  প্রথম স্পন্দ পাই ,
আমি এক নির্জর কীট l


বাষ্পময় নিশ্বাস তখন
ওঠে নামে দ্বিধাহীন l
অব্যক্ত শত অভিমান জড়ো হয় কার টানে ?
যার টানে আজও অন্তরঙ্গ ,
আম এক নির্জর কীট l


মাতৃস্নেহ বশে যে ধরণী
উজারিল বক্ষ তার ,
রক্তস্নাতা হয়  সেই  মাটি , সভ্যতার রসদ হননে l
মোর ভয় হয় জয় উদযাপনে ,
আমি এক নির্জর কীট l


তোমাদের ধর্ম , সভ্যতা , কৃষ্টি ,
দেশভাগ , খুনোখুনি তোমাদেরই সৃষ্টি ,
ক্ষুধার অর্থ আজ রক্তপিপাসা --
আর চারিধারে মানবের পাশবিক দৃষ্টি l
তার মাঝে সোচ্চার  আমি এক ভীষ্ম ,
পৃথিবীর ইতিহাসে জীবিত  জীবাশ্ম ,
আমি এক নিস্প্রভ নির্জর কীট l