বিকেলগুলো কদিন  
বড় এলোমেলো ,
উত্তুরে হাওয়া দিশাহীন |
শহুরে অলিগলি উষ্ঞতা খোঁজে  
চষে ফিরি ঈশাণ নৈঋত , সর্পিল
রাজপথ , ট্রাম লাইন প্রেমবিহীন |


না বলা কথাগুলো
চোখে চোখ রাখার কারণ ,
ছিল অপ্রয়োজনীয়
সূর্যাস্তে মুখোমুখি বসা ,
মাঝখানে অনেক বারণ -
নীলাভ আলোয় তুমি রমনীয় |


দুরে কোথাও উদাত্ত জমায়েত
নিশামুখ স্লোগান জেরবার , তবু
অবারিত প্রেমের মালকোষ |
দুটি দেহ ঘিরে ওঠে আলকুশি ,
অন্তরিন নৈশব্দ পাশাপাশি
অস্মদ্ প্রেম ভোলে বৃথা আপশোশ ||