আজ,
বেঁচে  থাকা  যেন হাজার শর্তে,
আপোষ, মনের  পরতে পরতে
নিষ্ক্রমনেও যুদ্ধ জেতার ফন্দি।


স্বপ্ন দেখার ভুল করে ফেলা,
হিসেবের খাতা ভরা অবহেলা,
রদ্দি হলেও বাঁচুক মনের গন্ডি।


তবু কারা যেন অন্তরে মোর
খুঁজে ফেরে প্রতিবাদের দোসর,
দিগন্তাবৃত জীবনের পাকদণ্ডী।


ভীরুতার ভয় আমার শরীরে --
আয়নায় দেখা মনের গভীরে,
উগরেছে বিষ নিষ্পত্তির সন্ধি।


কাল কেয়ামত হোক,
দুনিয়া জ্বলুক,
আমি মানব না হার।


যদি,
বেচে থাকে মন ভয় জেরবার  
মৃত্যুতে হোক হার ভীরুতার ।
তোমাদের সাথে হব না যুদ্ধবন্দী।


#নির্জরকীট