কবিতা মানবী  হলে
আনমনা কোন ক্ষণে
শুধোতাম,  কোথায় হারাল সে মন?
কার কাছে বাধা পড়ে আছে প্রেম,
কার সুর ছন্দে
কবিতার মন উচাটন ?


কোন সে হারানো প্রেম
কথাকবি যার তরে,
ভাষা খোঁজে একলা দুপুরে  I
বর্ষা মুখর রাত,  আনন্দাশ্রু হয়ে
এস্রাজ ঝংকারে
বেজে ওঠে বেহাগের সুরে I


অনন্ত নীলিমা আর
একসমুদ্র নীল
মিলেমিশে মাছরাঙা পাখিটার গায় I
কবিতা মানবী হলে
অন্ধ ভিখারী বুঝি,
পথ ভুলে তার দেখা পায় I


কবিতা মানবী হলে
অনন্ত জীবন লভি আমি,
জন্মান্তর ভালবেসে কখনো বা
রাত্রির শেষ ভাগে,
বইয়ের কবরে শুই I
আর খুঁজে ফিরি কল্পনালতা --


কবিতা মানবী হলে তুমি ।।