মহামান্যা মহারানী, সুপ্রভাত। হে ভদ্রে, আপনার অনুগত
ভক্ত ও পদানত প্রেমান্ধ প্রজাকুলের মোবাইল ম্যাসেজ কি
আপনি গ্রহন করতে শুরু করেছেন? তার আগে জানি, গত
রজনীতে আপনার নিদ্রাকুসুমে কোনােরূপ ব্যাঘাত ঘটেনি
তো? নিদ্রা-গমনে যাবার পূর্বে নিশ্চিত করবেন, এডিশ মশার
বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাদিতে যেন এতটুকু ত্রুটি না থাকে।
জানেন নিশ্চয় যে, এই মূর্খ এডিশ মশারা রানী ও বুয়ার
মধ্যে পার্থক্য বোঝে না।


হে ভদ্রে, আমি আপনার কৃপা প্রার্থী। কৃপা করে আজ একটু
সময় দেবেন এই অধম কবিকে? না, কোনো নতুন কথা নয়,
নয় কোনো নতুন কবিতাও। সেই চিরপুরাতন, চিরগোপন
কথাটাই আজ আবার নতুন করে বলতে খুব ইচ্ছে করছে
আমার।


সদয় সম্মতি পেলে, এই পুণ্য-প্রভাতে আমি আপনার কানে
কানে পুর্নবার বলি : 'ভা লো বা সি।'



(কাব্যগ্রন্থঃ মুঠোফোনের কাব্য, ২০০৩)