নেই স্বর্গলোভ কিংবা কল্প নকরে ভয়
অলীক সাফলমুক্ত কর্মময় পৃথিবী আমার।


চর্মচোখে যা যা দেখি, শারীরিক ইন্দ্রিয় যা ধরে
তাকেই গ্রহণ করি।
জানি নিরাকার অপ্রত্যক্ষ
শুধুই ছলনা, বিশ্বাস করি না ভাগ্যে, দেবতার বরে
আমার জগৎ মুগ্ধ বাস্তবের বস্তুপুঞ্জে ঠাসা,
তাই সে ইন্দ্রিয়গ্রাহ্য, অতীন্দ্রিয় নয়।
অন্ধতার বাধ্যভূমি আমার হৃদয়।


সেই শ্রেষ্ঠ মানব সন্তান, যার মন মুক্ত ভগবান।
আমার মস্তক নিত্য নত সেই নাস্তিকের তরে।