হাত ভেবে যেই ছুঁতে গেছি,
তুমি বললে, ছি!
ওটা আমার পা।

একটুখানি থমকে গেলাম।
গুণে দেখলুম পাঁচটি আঙ্গুল,
পাঁচখানি নখ, পাঁচটি বকুল;
হাতের মতই ভাগ্যরেখা,
লাল টুকটুক গা।

আমি যতই হাত বলছি,
তুমি বলছো “না”।