পাপড়ির কোমলতাহেতু অহংকারী ছিল ফুল,
বর্ণের ঔজ্জ্বল্য নিয়ে গর্ব ছিল কাঞ্চনজঙ্ঘার,
বুকের সুগন্ধ নিয়ে গর্ব ছিল লাল গোলাপের,
মাংসের দন্তসুখ নিয়ে গর্ব ছিল বন্য হরিণের ;
আলিঙ্গনপটুরূপে খ্যাতিশীর্ষে ছিল অক্টোপাশ,
ত্বকের লাবণ্যহেতু মুগ্ধ ছিল পাঙ্গাসের পেটি ।


সর্ব গর্ব চূর্ণ করে তুমি নারী, বুঝিয়ে দিয়েছো,
ঐসব অর্বাচীন ধারণাসমূহ কতটা বিভ্রান্তিকর  ।


(কাব্যগ্রন্থ : পঞ্চাশ সহস্র বর্ষ, 1995 / *কবির পঞ্চাশ বছর পূর্তিতে প্রকাশিত কবিতা গ্রন্থটি ।)