বসন্তের আগমনে সজিবতা তোমার মাঝে
সবই যেন নতুন নতুন সাজে।
ফুলে ফুলে উচ্চসিত বন
হাসি আনন্দে ভরা সবার মন।


শীতের শেষে গ্রীষ্মের আগমনে
জড়তা নাড়া দেয় ক্ষণে ক্ষণে।
পশু-পাখিরা আনন্দে আনন্দে নাচে
নতুন পাতা গজায় গাছে গাছে।


বিবাদ নয় থাকবো সবাই মিশে
সুখে মন ভরে যাবে দিন শেষে।
এতদিনের শ্রমে শ্রমে আমরা ক্লান্ত
সবই যেন দূর করিল এই বসন্ত।