অকাল বেলা
মোহাম্মদ মুছা


তুষের আগুন বুকে চাপা
           রুদ্ধ আমার বাক,
কাঁদছে কাঁদুক নয়ন দুটি
         বুকটা চুপসে থাক।


আঁধার আলো সাদা কালো
            তফাৎ নাইতো আর,
তোরে ছাড়া ভুবন আমার
           নিছক বদ্ধ কারাগার।


বেলা গেলো ছলে ছলে
         থমকে আছে পথ,
কেয়া আমার নোঙর ছিঁড়ে
           গাঙ করিলো বদ।