অমৃত যাতনা
মোহাম্মদ মুছা


দুচোখ জুড়ে স্বপ্ন, মনটা উড়ে বেড়ায়
কিছু চাওয়া কিছু পাওয়া রোজই আমায় তাড়ায় ,


পাখির ডানায় সোনালি রোদ্দুর নয়ন জুড়ে যায়
ইচ্ছে আমার ডানা মেলে গগন ছুঁতে চায় ,


বেলা গেলো আঁধার এলো ব্যকুল হলো মন
জোছনা ঝরা চাঁদের আলোয় জ্বলছি সারাক্ষণ ,


সুখের চাবি আঁচলে বাঁধা তবুও আমি যাযাবর
অন্ধকারে আলোর খুঁজে নিঃস্ব হয়ে দিগম্বর,


স্বপ্নের বুকে বিধিলো বিষ মাখা তীর
যাতনায় জ্বলি আজো পায়নি খুঁজে নীড়,


পথে প্রান্তরে ঝরাপাতা ধমকা হাওয়ায় উড়ে
চোখের স্বপ্ন বুকের মাঝে লাভা হয়ে পুড়ে,