বিলাসী তোমার মন


   মোহাম্মদ মুছা



এক রাজ্যে যাচ্ছো তুমি, আমায় কেবল শাসিয়ে
অন্য রাজ্যে আকঁছি তোমায়,মনের মাধুরী মিশিয়ে,


আমার রাজ্য আঁধার যখন তোমার রাজ্যে ভোর
আমি শুনি ঝিঁঝি ডাকে তুমি শুনো স্নিগ্ধ কোমল সুর,


তোমার রাজ্যে অলির ছুটাছুটি মধু আহরনে
আমার রাজ্যে ফুল ফোটেনা মৃত্তিকার বিকিরণে,


তোমার রাজ্যে কেয়া ভাসে ভরা জলে থৈথৈ
আমার চারপাশ মরুভূমি এতো জল গেল কই?


তোমার রাজ্যে চাঁদ হাসে নিশিতে জোৎসার ঢল,
আমার বেলায় নিশ্প্রভ সবি আখির কোনে জল,


তুমিতো হাসবে, দোলবে বিলাসী তোমার মন
সস্তা আমার অনুভূতি জাগাবে তোমায় কেমন!


আমি তুমি এতো তফাত কি দিয়ে তা গোচায়
মনটা আমার বন্দি তাইতো নিয়ম-নীতির খাঁচায় ;