চেতনায় প্রেম
মোহাম্মদ মুছা

অন্ধকার ছিলো
রাত নাকি আষাঢ়ের কালো প্রচ্ছন্ন,
আমি জেগে দেখি আকাশ কাঁদে
নির্বরতার কোন দিক তার চেনা ছিলো না
বজ্র আর আকাশের ফাটল দেখে বুঝে নিলাম
আমার অকাল বৈধব্যের বোঝা বইতে হবে,
দৈত্য কাড়াকাড়ি করে ছিঁড়ে নিবে চিত্ত
আমি নাছোড়,
তোমায় ছেড়ে প্লাবনে বিপরীতে দাঁড়ানো কঠিন ছিলো
তবু্ও,আমি তোমার বিনিময়ে আমাকে সঁপে দিয়ে বললাম আমায় ভেসে নাও,
মহাপ্লাবন স্বর্গ-নরক বুঝেনা,
হিসাব দিও ওপারে
বিশ্বাস আর অবিশ্বাসের চেতনা তোমাতে রাখো;
হিসাব ঈশ্বর নিবে!
আপাততঃ প্রেম আর তার প্রতিদান নিজের কোঁচায় নিয়ে আসো
না-হয় প্রভুর দেখা চেয়েও না!
আমি বুক চিতিয়ে চিৎকার করে বলে দিলাম,
ঈশ্বর আমার নই, আমি ঈশ্বরের
আমি তোমার নয়, তুমি তোমারই।