নিদারুণ নিষ্ঠুর
মোহাম্মদ মুছা


বলনা আমায় কাঠফাটা রোদ্দুর
শীতল ছায়া আর কতদূর,


আমার শহর উপতপ্ত বেদনায় বিধুর
নয়নে জল অভিশপ্ত কন্ঠে ঘুঙুর,


অন্তর পুড়িয়া মোর ক্ষণভঙ্গুর
হৃদয় তাহার কেন এতো নিষ্টুর!


উতলা আমি হয়েছি বিভোর
কতো প্রহর নির্ঘুম হয়েছে নিশিভোর,


অথচ সেই মহাচোর মনচোর
হেসে খেলে দিব্যি মহাসুখে টইটম্বুর,