তুমি আসবেই
মোহাম্মদ মুছা


তুমি অপেক্ষায় রেখেছো আমায়
আমি তাতে সানন্দেই আছি,
কখনো রাতের জোছনা কখনো রংধনু
আবার কখনো নীল আকাশ
আমায় অনুপ্রেরিত রাখে
বহমান থাকি পুনরুত্থানের,
তুমি আসবে, তুমি  আসবেই
তুমি আসবে বলে
পদ্ম পাতায় জল, ঘাসের ডগায় শিশির থমকে আছে
অরণ্য উলঙ্গে প্রলাপ কাটে ছুঁতে পারেনি বসন্ত
পুষ্পরাজি কলিতে স্থবির মেলেনি পাপড়ি
যদি খানিক বিলম্ব হয় তোমার পদচারণ,
সম্ভাষণে যেন খামতি না হয় তাই এতো নিশ্চল,
তুমি আসবে, তুমি আসবেই
শুনো ওগো মোর নীলিমা,
হয়তো পথ ভূলে,নয়তো কূল হারিয়ে,
হয়তো প্রেম স্রোতে, নয়তো উন্মাদ হয়ে
তুমি আসবে, আসবেই