তুমিই সর্বনাশী,
মোহাম্মদ মুছা


পূবাল হাওয়া ডাকলো যখন, আমায় মধুর সুরে
মনটা তখন কারারুদ্ধ, প্রেমের নির্মম কারাগারে,


             " পূর্নিমাতে চাঁদ ভেসে যায়
            বেলির সুবাস নাক ঘেষে যায়,
              কৃষ্ণচুড়া আগুন ঝরায়
             কদম ঝুলে তোড়ায় তোড়ায় "


               আমি তখন হা-হুতাশায়
               নয়ন জলে বুকটা ভাসায়,
               অন্ধকারে ; অগোচরে
               লোকচক্ষুর ; অন্তরালে,


              কত বেলা আজ গড়িয়েছে
              চাপা আগুনে সব পুড়ছে ,


               কে নিবে তার দায় ?


ও... ললনা দায় এড়োনা, তুমিই সর্বনাশী
প্রেম ভুবনে স্মৃতির পাতায়, রইবে স্বার্থন্বেষী,,,,