কে বলে সে বহুদুর?
যেদিকে তাকাই দিক খুঁজে পাই
নিশি জাগে, আকাশ কাঁদে
চাঁদের আলোয় মেঘের ছাই


কে বলে সে বহুদুর
আমার ভেতর সুরাসুর
রোদের ডাকে সারা না দিলেও
নীলের সভায় প্রেমের নুর


আমি দূর কোন পথে দাড়িয়ে
দেখি সে কাঁদছে আড়ালে
বাধ্য হয়ে থামায় আমাকে
সঙ্গী হয়ে হাত বাড়ালে


সে নেই, চলে গেছে,মিথ্যে কথা
চেয়ে দেখো আকাশ পানে
আমার মাঝেই ডুবে আছে
তবু অস্তিত্ব নেই কোন খানে


ফেরত চাইনা পুরোন প্রেম
ফেরত চাইনা ধূসর ধুলো
শুধু ফিরিয়ে দাও আমার স্বত্তা
ফিরিয়ে দাও আমার কাব্যগুলো


আমি না হয় জীবন মৃত
তবু মিনতি আমার সাধ্যে আছে
ভেবোনা আমি ফিরবোনা আর
চাইবোনা দিন তোমার কাছে


বিকেল মরে পঁচন ধরে
কাঁদছে গোলাপ বাগান জুড়ে
তুমি গল্প শেষে ঘুমিয়ে পোড়ো
আমি পথে পথেই ভরদুপুরে


ঘামে ভেজা পাঞ্জাবি আর
পকেট ভর্তি চির শূন্যতা
ধোঁয়ায় ধোঁয়ায় উড়ছে স্মৃতি
মলিন মেঘে তামাক পাতা


কে বলে সে বহুদুর?
মুচকি হাসে সারাদিন ভর
বুকের জমি ধার দিয়েছিলাম
বাসা বেঁধেছে ওই জমির উপর
                                    --অনি