শরতের আভা মনের ঘরে আসিয়া পড়িলো,
অসীম 'শোভনতা' জাগিয়া প্রকৃতি-কে ধরিলো!
মাতোয়ারা হইয়াছি নানান কুসুমের ঘ্রাণে,
মুগ্ধতার স্রোত নিরবধি বইয়া যাচ্ছে প্রাণে!


শান্ত নদের বুকে শাপলার মন কাড়া হাসি!
ইচ্ছে করিছে গগনের ওই শ্রভ্র মেঘে ভাসি!
শিশির ভেজা 'শিউলি ফুল' ঘাসের বুকে হাসে!
নানান পাখি প্রমোদে ডানা মেলিয়া নাচে!


মাঠে মাঠে পরিয়া রইয়াছে অনিরুদ্ধ সবুজের ধোঁয়া!
ধান ক্ষেত দীপ্তি ছড়ায়,পেলে রৌদ্রের ছোয়া!
তটিনীর কাছেই বেজে উঠিছে কাশ ফুলেদের গান,
মৃদু হাওয়া দোল খেয়ে যায়,ভড়িয়ে দেয় প্রাণ!


চারিপাশ উল্লসিত নানান উৎসবের হাওয়াতে!
অসংখ্য 'অনুরাগ' লিখে যাই মনের পাতাতে!
দুই লোচনে খেলছে হেসে প্রশান্তির দলে,
বেঁধে রাখিতে চাই নিজেকে তাই শরৎ এর আঁচলে!