বেলা অবেলায় দুচোখ তারে খুঁজে যায়,
আঁধার জাগিলে থাকি তাই ভোরের অপেক্ষায়!
কখনো শূন্যতায় পুঁড়ি,কখনো একটু দেখা পাই!
প্রণয় দিয়ে এই শহর সাজিয়েও,অদেখাই রয়ে যাই!
চোখের অগোচরে লুকিয়ে রাখি শত কথা,
এ চোখে বহুবার তাকিয়েও সে পাঠায় নীরবতা!
লিখে যাওয়া কবিতারা পায়নি তার চোখ ছুঁতে!
কিছুটা অবহেলায় পারিনি তার মুখোমুখি দাঁড়াতে!