তোর বারান্দায় সকাল সন্ধ্যায়,
অনুরাগে বৃষ্টি নামে!
তোর সাথে ভিজবো বলে,
ইচ্ছে পাঠাই মেঘের খামে!


কাঠগোলাপ হাতে নিয়ে,অদূরে
দাঁড়িয়ে থাকি অপেক্ষায়!
কবে তুই নীল শাড়ি পড়ে এসে বলবি,
চলো হারাই আজ অজানায়!


তোর আবেশে ডুবে প্রহর কাটে!
হতো যদি একটু আলাপন!
ফাগুনের বুকে হারিয়ে যেতাম,
মনের বইতো উদযাপন!