হয়তো কখনো ফিরবো
নি সার আহমেদ


অবেলায় অচেনা উত্তাপ হাওয়ার আগমন!
দিবালোকে কেনো এত তমসার আয়োজন!
ভেজা পাতা শুকিয়ে যায় অবিরাম উষ্ণতায়!
আমি যে ডোবাতে দিয়েছি মুখ ভীষণ তৃষ্ণায়!


কারো প্রণয়ের ডায়েরীতে পাইনা যে ঠাঁই,
তিক্ত বাণী-তে আজও নীরবতা পাঠাই!
আনন্দের বাতাস বইছে দেয়ালের ও-পাশে,
হাতকড়া দিয়ে বন্দী আমি হতাশার কাছে!


তবুও মিষ্টি শব্দের আশায় থাকি জেগে,
বেলা শেষে লুকিয়ে যাই অচেনা মেঘে!
ইচ্ছে গুলো ভীষণ উপেক্ষিত,ভাসে অপূর্ণতায়!
হয়তো কখনো ফিরবো আমি ভালো থাকার কবিতায়!