নিদ্রা ভাঙিলো,অনুভূতি জাগিলো,
এ-কোন ছায়া পড়িলো হঠাৎ?
চেয়ে দেখি জানালায়,কে যেনো হেঁটে যায়,
আনমনে ছুটে যাই খুলে কপাট!


কুয়াশায় মুড়িয়ে,হৃদয়'টা জুড়িয়ে,
এক রমণী দিলো চোখে ধরা,
দাঁড়িয়ে শিশির ভেজা ঘাসে,আনমনে হেসে,
আমায় করছে আড়চোখে ইশারা!


সেই ডাকে সাড়া দিয়ে,অসংখ্য প্রণয় নিয়ে,
কাছে গিয়ে ছুঁতে গিয়েছে যখন!
সে অদৃশ্য হয়ে গেলো,আমায় করে এলোমেলো!
বুঝিলাম ছিলো সবটাই স্বপন!