বাদলা দিন
নিসার আহমেদ


বাদল খেলছে বসে উঠানে!
কুসুম আভাস দিচ্ছে বসে কাননে!
দক্ষিণ হাওয়ার চলছে অবিরাম বিবৃতি,
অনুভূতি'রা ছড়িয়ে দিচ্ছে তাই আকুতি!

ভেজা পাতা ডাকছে দিয়ে হাতছানি!
অবসাদ তাই আজ বড্ড অভিমানী!
দৃষ্টির আঙিনায় প্রশান্তি'দের মেলা,
আকাশ জুড়ে বসে করছে মেঘেরা খেলা!


তাহার শহরে পাঠালাম চিঠি মেঘের খামে,
এই বাদলা দিনে গান গায় মন শুধু তার নামে!
হারিয়ে যেতে চায় মন প্রেয়সীর উঠানে,
হাতে হাত রেখে ভিজবো দুজনে!