অভিমান এসে দুয়ারে টোকা দিয়ে যায়,
অসমাপ্ত কথা গুলো নিদারুণ পিপাসায়!
পালটে গিয়েছি মিছে আহ্বানে,
বেখেয়ালে হেটে আজ বহু দুরের গানে!
কাঁচের ধুলো এসে আঁচড়ে পড়ে চোখে,
তবু নীরব চিঠি অবিরল যাই লিখে!
বিষণ্ণ ছায়ায় ফেরার পথ ঢেকে আছে,
ক্লান্ত চোখে আজ চেয়ে থাকি অচেনা আকাশে!