আজ ও ভোর হয় তবে আক্ষেপ লয়ে,পাখির মুগ্ধ সুরে,
মিষ্টি রোদের ইশারায় ঘুম ভাঙে না!
আজ ও বিকেল আসে,তবে ক্লান্তিরা হাসে,
প্রকৃতির সেই প্রশান্তি আর চোখে ভাসে না!
আজ ও চাঁদ হাসে আকাশের বুকে,
তবে একাকী বসে আনমনে আর দেখা হয় না!
আজ ও বৃষ্টি হয়,তবে শান্ত হয়না হৃদয়,
অনুভূতিতে হারিয়ে গিয়ে ছোঁয়া হয়না!
আজ যে বহুদূরে আপন প্রান্ত ছেড়ে অচিন ঠিকানায়!
বারবার জেগে উঠি চেনা কোনো গানে সকাল-সন্ধ্যা বেলায়!
তবু মায়ার দেয়াল ভেঙে অচেনা কালো মেঘে ভেসে যাই!
উপহাসে সদা ভিজে থাকি ,কারো বিজ্ঞাপনে যে আমি নাই!