চলছি পিচ ঢালা ভেজা রাস্তা ধরে দূর অজানায়,
শুনছি মেঘের গান আর ডুবছি মুগ্ধতার কবিতায়!


দু-পাশে গাছের সাড়ি যেনো আছে পাহারায়!
নিঝুম এই ভেজা বিকেলে কে যেনো চেনা সুরে ডেকে যায়!


হিম হাওয়া প্রায়শ অনুভূতি লিখছে মনে,
'অনুরাগ' করছে আবদার যেতে তার স্টেশনে!


অনিঃশেষ আটক হতে চাই এমন বৃষ্টি ভেজা বিকেল-সন্ধ্যায়,
সমুদয় নির্মলতা-অনুরাগ এসে ডাকে আমায় এ-বেলায়!