তুমি রাখলে আঙুলে আঙুল,
আমি হই ভীষণ ব্যাকুল!
তুমি রাখলে চোখে চোখ,
হৃদয়ে ফুটে বকুল!


তুমি মেলে দিলে স্নিগ্ধ চুল,
বিবশ হয়ে হারাই কূল!
তুমি ছড়ালে ওই মিষ্টি হাসি,
প্রেমেতে হই মশগুল!


তুমি ছুঁয়ে দিলে কিছু কথা,
মুঁছে যায় তিক্ত ব্যাথা!
তোমার আলতো ঠোঁটের ছোঁয়ায়,
আমায় ভাসায় চারুলতা!