নীল ময়ূরী।— জানিস, আকাশ ভেঙে বৃষ্টি ঝরার
সাথে তোর ওই লাস্য নৃত্যের কী যোগাযোগ?— দুঃখ
আর আনন্দ যে দুই সতীন,— বৈপরীত্যে,— মুখ-ও
যে দেখে না দু'জন।— তেমন।— এমন সংযোগ গড়ার


কারণ কিংবা প্রয়োজন কী তা জানিনা।— তবে
তোর সমস্ত নীলাম্বরী পালকের রঙ যখন
ওই বিস্তীর্ণ আকাশের গা থেকে মুছে যায়,— মন
রঙ বদলে হয় ফ্যাকাশে ছাঁই,— তখন কলরবে


ফোঁটে এই গান, "বেদনার রঙ নীল নয়, পাশুটে ছাঁই।"
এরপর, ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি ঝরে।
স্বর্ণাভ চিল যেমন ডানা মেলে,— বৃষ্টির হয় ঠাঁই
বাতাসের সেই ডানায়।— উড়ে চলে তোর শহরে।


২০২০