অতি নিকটে বা দূরে,—  ভাঙে প্রেম,— সংসার!
ভাঙছে কাঁচের ঘর, ছেঁড়ে বন্ধন সুঁতো!
আজন্ম এই ভাঙণের নীতি ঝঙ্কার
তুলে গেছে কানে।— বিহ্বলতায় আপ্লুত
প্রাণ মেনে নিতে চায়নি এ রীতি কোনোদিন!
খুঁজে গেছে ভিন্নতা!— নিয়মের বেড়াজালে
মানুষ হয়নি বন্দি!— হয়নিতো বিলীন
মানুষের মনবাসনা!—
                         নষ্ট এই কালে,
তুমি মিটিয়েছো এক ভ্রষ্ট মনের ঋণ!
কঠোর প্রথাকে এড়িয়েও দেখো জন্মেছে
গাছ মরুভূমে!— তোমার শূন্যতায়, ক্ষীণ্‌
এক অভিলাষ তাই আমার মনে গেঁথেছেঃ
"শেঁকড়ের মতো আঁকড়ে ধরবো মাটি সময়ের প্রতিকূলে..."