আমার স্বপ্ন জুড়ে তুমি জড়িয়ে আছ,
জোছনার নেকাবে তুমি জেগে আছ,
কত বার নদীর কলকলানী শুনে তোমাকে ঘিরে কবিতা লিখব ?
কি করে তোমার মায়ার বেড়াজাল ছাড়িয়ে নিব !!


জোনাকির সাথে দলবেধে তোমার গ্রামের কত মেঠোপথ হেঁটেছি,
তোমার আমার খুনসুটিতে কত রক্তক্ষরণ সন্ধ্যা রাত কেটেছি ।


তোমার অস্তিত্বের অনুভবের প্রয়োজন ছিল না,
কেবল তোমার ফুৎকারের শব্দে
কত আশার আলো দেখেছি আঁধারিতে ।


বিকীর্ণ আকাশে তোমায় ভাবার প্রয়োজন ছিল না,
সুপূর্ণিমার আলোছায়াতে
কতবার তোমায় এঁকেছি সংগোপনে ।


তবুও বেধে রেখেছ আমায় তুমি মৃদুমন্দ সমীকরণে,
ধূসর সময়গুলোর অনুযোগ স্মরণে ।
ফেলে দিলে কি হয় না বুভুক্ষ স্মৃতিগুলো,
চল, আবার মিলে রচনা করি ভালবাসার পঙক্তিগুলো।


আর কতকাল একা উন্মুক্ত বিকালে সময় গুণাবে ?
অবিকল স্বপ্নে আমায় আর কত আখড়ে রাখবে ?
না হয় দাও ভালবাসা,
না হয় স্বাধীনতা,
অস্পষ্ট তুমি, তোমাতেই তোমার পূর্ণতা ।