এই আছি,
এই মরি,
দুই সময়েরই তো পৃথিবী ।।


এই এক অদ্ভুত ফেরা,
সময় হারা, নিতর প্রাণ,
অনিকেত শরীর, সর্বহারা ।।


এখানে,
কেউ হয়তো মরে বাঁচি,
আবার কেউ হয়তো বেঁচেই মরি,
এইত এইভাবে অস্তিমান বেঁচে আছি
প্রাণহীন হাসিখুশি,
মিথ্যার আশ্রয়ে,
এইভাবে ভাল থাকি ।।


জানি এইটা ভাল থাকা নয়,
তবুও ভাল থাকার অভিনয়,
বিষে ভরা শব্দহীন কথার সময় ।।


নিস্তব্ধতাকে আপন করে নিই অনিচ্ছায়,
দিনশেষে দূরত্বের ইশারা বাড়ি ফেরায়,
অসহায়, জীবনের সাথে বিরোধ,
কুৎসিত করুণার যুদ্ধে নিজেই হেরে যায় ।।


দুই সময়ের-ই তো পৃথিবী,
কেউ ভাসায়, কেউ হারায়,
প্রিয়জনের প্রয়োজনহীন
অনেক মানুষের ভীড়ে কখন জানি থমকে যায় ।।