জীবন থেকে পাওয়া
       কত সময়, কত পথ
       ধুলোয় মিশে যায় ।
জীবন থেকে পাওয়া
       কত হাসি, কত কান্না
       নিরার্থক সুরে গায় ।


দাড়িয়ে ছিলাম স্বপ্ন হাতে,
ফসকে গেল বাতাসে প্রলয় তুফানো ঝড়ে ।
ভিজতে ছিলাম ইচ্ছা সাথে,
খুন করা হয়েছে তাদের নিয়ে গিয়ে কোন বন্ধি ঘরে ।
তবুও তো নিহত স্বপ্ন-ইচ্ছেরা গান গেয়ে যায়,
জীবন হতে পাওয়া সুরের কথায় ।


কারণ থেকে পাওয়া
        কত প্রশ্ন, কত উত্তর
        জানতে চাইনি কখনো ।
কারণ জানতে চাওয়া
        কত কথার, কত আলপনার
        উত্তরে ভুল নকশা ধাঁধানো ।


জীবন থেকে পাওয়া
        কত শিক্ষা, কত বেঁচে থাকার ইচ্ছা
রয়ে যায় কোন বই-ডায়েরির পাতায়
চুপ করে বসে থাকে,
ছিড়ে পড়ে যাওয়ার অপেক্ষায় ।