তোমার নেতৃত্বে বাঙালি হয়েছিল স্বাধীন ,
   পেয়েছিল আপন করে নিজ জমিন ,
   হয়েছিলো বাংলা বিশ্ব দরবারে মহীয়ান ,
তোমার এক ডাকে দিয়েছিল ত্রিশ লক্ষ বাঙালি আত্মদান ।


হে বীর বাঙালি,
    তোমায় এখনো খুঁজে পাওয়া যায়
    ষোল কোটি বাঙালির মাঝে ,
    ঐ যে লাল সবুজ পতাকার ভাজে ।


    তুমি মিশে আছ এখনো কোন জনসভার
                 আগুন ঝরানো ভাষণে ।
    তুমি মিশে আছ এখনো প্রত্যেক বাঙালির
                সোনার বাংলা গড়ে তোলার স্বপ্নে ।
    
    তোমার অস্তিত্ব পাওয়া যায় এখনো
                একসাথে সুর তোলা জাতীয় সংগীতে ।
    তোমার অস্তিত্ব পাওয়া যায় এখনো
                অধিকার বঞ্চিত মানুষের তরফে
                তরুণের প্রতিবাদ ভঙ্গিতে ।


এইতো সেদিন, পনেরোই আগস্ট
যেদিন বাঙালি হয়েছিল পিতৃহীন ,
যেদিন পাখিরা ভুলে গিয়েছিল গান ,
যেদিন উঠেছে কোটি বাঙালির হৃদয় ভাঙা চিৎকারে তান ।


বুকে ঝড় তুলে রেসকোর্স ময়দানের সেই
               কালজয়ী ভাষণ ,      
সাড়ে সাত লক্ষ বাঙালির একসাথে গর্জন ।


তবুও তুমি ছিলে , তুমি থাকবে
প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ,
বাংলার প্রত্যেক অলিতে গলিতে ,
প্রত্যেক গ্রামের মাঠে ঘাটে ,
সাম্যবাদী জনস্রোতের জয়গানে ।


তুমি সে-ই , যে গেয়েছিল প্রথম সফল
                       স্বাধীনতার গান ।
তুমি সে-ই , যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
                       শেখ মুজিবুর রহমান ।