তোমার জন্য লিখা কবিতা আর আবৃত্তি হয় না,
তোমার জন্য গাওয়া গান আর সুর তুলে না,
তোমার জন্য আর মনে বিজলি চমকে না,
তোমার জন্য আমার কাব্যে আর বৃষ্টি ঝরে না ।


তোমার অস্তিত্ব এখন কেবল আমার কল্পনাতে,
কল্পনায় তুমি সীমাবদ্ধ ।
তোমার অস্তিত্ব কেবল ছিল আমার স্বপ্নে,
স্বপ্নে আমার তুমি আবদ্ধ ।


হারিয়ে গিয়েছে তোমার চোখের যাদু,
বার বার দেখি ফিরি ঐ মৃদু হাসি তবু ।
নাচে না তোমার বেণী, নাচে না দু'চোখ আমার,
বার বার খুঁজে ফিরি একটু দৈব দেখার ।


মহাকালের ভুল যখন কাটিয়ে উঠবে,
বুঝবে আসে পাশে কেউ নেই, তখন কি করবে ?
হয়তো আমায় মনে পড়বে,
হয়তো আমায় খোঁজে বেড়াবে,
ভেবে কি হবে আর আমি তো নেই
আমার রাস্তা যে এইখানেই শেষ ।


তব এখন এগুলো বলতে আসিনি ,
কি বলি শুন শেষ কথা আমার...


তুমি কবুও ছিলে না আমার,
আমার মাঝে ভুল এক অধ্যায়ে তুমি আছ ।
তুমি কবুও ছিলে না আমার,
আমার মাঝে ভুল এক তারা জ্বলে আজো ।।