আমাদের সব ফেলে আসা
    অনেক ধূসর রঙিন সময় ,
আনাগোনা তাদের স্মৃতি
    মৃদ আলোকিত ক্লান্ত মনে ।
সুখ দুঃখ কেবল অনুভূতি , স্মৃতির অনুভব ,
    মানুষ হারানোর বিষাদ মনে ।


দীর্ঘ রাতের ভারী বাতাস‌ও তার
    সাথে নিয়ে চলে,
    সময়, আবেগ, আসক্তি,
প্রাক্তনে ফিরে যাওয়ার, ফিরে পাওয়ার আহুতি ।
তীব্র ইচ্ছা সেকালে পলায়ন,
    কিছু তথাকথিত ঠুনকো মানুষের সাথে
    ঠুনকো কথা বলে সত্যভানে ফিরতি ।


মুসাফির আমরা স্বাগত সুখ খুঁজি
    ছুটতে, ছুটতে ।
মিথ্যা সুখের তালাশে,
জনমের সুন্দর সময় হারানো আমরা
ফিরি স্মৃতি হাতড়াতে, মৃত স্বপ্নের মৃত্যুপুরীতে ।


জীবনের শ্রদ্ধা হত্যা করে
প্রার্থনা,
  অশান্তির অনুরাগের ,
  যেন শান্তি আসে, সুন্দর সত্য আসে ,
  জীবনে আদিম সুখের গান আসে ,
  গানে সুর আসে ।